আমাকে আগামি ৩ মাস পাহারা দিন আমি ৫ বছর আপনাদের পাহারা দিব-এমপি বাহার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, আমি বিগত দশ বছরে শুধু কালিরবাজার ইউনিয়নে ৩৫ কিলোমিটার রাস্তা পাকা করেছি,আড়াইশো কোটি টাকার উন্নয়ন করেছি। নির্বাচনী এলাকার আড়াইশ শিক্ষা প্রতিষ্ঠান ও সহ¯্রাধিক মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছি। দেশের একমাত্র জেলা শহর কুমিল্লার শাসগাছায় ১০০ কোটি টাকা ব্যায়ে রেলওয়ে ওভারপাস নির্মাণ করেছি। গোমতী নদীর উপর ৩ টি ব্রীজ নির্মাণ করেছি। বিবিরবাজার সড়ক বন্দর সড়ক সহ গোমতী পাড়ের সড়ক উন্নয়ন করে পিকনিক স্পটে পরিনত করেছি। এভাবে সদরের সর্বত্রই পরিকল্পিত উন্নয়ন করেছি। আমাকে আগামী তিন মাস পাহারা দিয়ে রাখলে আমি আগামি ৫ বছর আপনাদের পাহারা দিব।

সোমবার সকালে সদর উপজেলার ধনুয়াখলা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত বিশাল মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন। সমাবেশে এলাকার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন হাজার মহিলা অভিভাবক উপস্থিত ছিলেন।
সভায় এমপি বাহার আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন, সাধারন মানুষের উন্নয়ন হয়, ভাগ্যের উন্নয়ন হয়। শেখ হাসিনার সরকার আজ মাতৃত্বকালীন ভাতা, বিধবারা ভাতা, প্রতিবন্ধীরা ভাতা সহ ১৭ রকমের ভাতা চালূ করেছেন । দেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল বলা হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আগামি নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।

কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলীর সভাপতিত্বে ও ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন এমপি বাহার কণ্যা ও জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: আমিনুল ইসলাম টুটুল,ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান,উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার,ধনুয়াখলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন। এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মো.খোরশেদ আলম,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন ঠিকাদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক মো: জিয়াউল ইসলাম জীবন,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোরশেদ শাহীন শাকিল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়া,সাধারন সম্পাদক মো.ইউনুছ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন