উদ্বোধন হলো কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভার (ভিডিও)

ডেস্ক রিপোর্টঃ বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা জেলার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হল কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভার। আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কিছুদিন আগে জনগণের দুর্ভোগের কথা চিন্তে করে প্রাথমিকভাবে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য যে, শাসনগাছা রেল ক্রসিংয়ের যানজট নিরসনে ২০১৫ সালে প্রায় ৬৩১ মিটার দীর্ঘ এ ফ্লাইওভারটি নির্মাণের কাজ শুরু হয়।

এছাড়া গৌরিপুর-হোমনা সেতু, কুমিল্লা পাদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস ও কোম্পানিগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়কও প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।

আরো পড়ুন