কালিরবাজারে সাপের কামড়ে ছাত্রদল সভাপতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বিষাক্ত সাপের কামড়ে কুমিল্লায় তানভির হোসেন রিয়াদ (২২) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিওন। রিয়াদ আনন্দপুর ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র। নিহত রিয়াদের মামা মিজানুর রহমান ডেইলিকুমিল্লানিউজ’কে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কালিরবাজার ইউনিয়নের বুইদনাক গ্রামের তানভীন হক রিয়াদ বাড়ির পাশে মাছের খামারে গেলে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়। রিয়াদ নিজেই পায়ে বেধে বাড়িতে ফিরে। পরে তাকে বরুড়া উপজেলার আগানগর আডেরা গ্রামে সাপুড়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্রুত তার স্বাস্থের অবনতি হলে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত রিয়াদ কালিরবাজার ইউনিয়নের বুইদনাক গ্রামের তাজুল ইসলামের ৪ সন্তানের মধ্যে বড়। রিয়াদ কুমিল্লা কালিরবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

ছাত্রদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, যুবদল কুমিল্লা মহানগর কমিটির সাধারন সম্পাদক ইউসুপ মোল্লা টিপু, বিএনপি কুমিল্লা সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক শফিউল আলম রায়হান।

আরো পড়ুন