কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস!

ডেস্ক রিপোর্টঃ আইকন খেলোয়াড় হিসাবে এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। দলটির অধিনায়কের দায়িত্বও পালন করার কথা তার। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। তাই দলটির অন্তর্বর্তীকালীন অধিনায়ক করা হয়েছে ইমরুল কায়েসকে।

গত দুই আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন ইমরুল কায়েস। ২০১৫ সালের আসরে ফাইনালে ব্যক্তিগত অর্ধশত করে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। কিন্তু গত আসরে তিনি তেমন কিছু করতে পারেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকে।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। শনিবার টুর্নামেন্ট শুরু হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম ম্যাচ রবিবার। ওইদিন দুপুর দুইটায় সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে দলটি।

আরো পড়ুন