কুমিল্লার নাঙ্গলকোটে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্য গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটে অভিনব কায়দায় ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক চারজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী রুনা আক্তার, একই গ্রামের হারুন মিয়ার মেয়ে সৈয়দা বেগম, কালাই মিয়ার স্ত্রী পারভিন বেগম ও মারুফ মিয়ার স্ত্রী সায়মা বেগম ।

শুক্রবার বিকেলে পৌরসদরের আবদুল মমিনের স্ত্রী মোরশেদা বেগমের গলার চেইন ছিনতাইকালে তিনি চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন ছিনতাইকারীদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং বিভিন্ন জেলায় অভিনব কায়দা ছিনতাই করে থাকে। আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ৪-৫টি করে চুরি, ছিনতাই, দ্রুত বিচার ও পুলিশ এসল্টের মামলা রয়েছে।

সূত্রঃ ডেইলি বাংলাদেশ

আরো পড়ুন