কুমিল্লার নামে বিভাগের দাবিতে জাপানে আলোচনা সভা

জাপানে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে জাপানের কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ। গত শনিবার জাপানের রাজধানী টোকিওর হিগাশি জুজু কুমিন সেন্টারে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাহার উদ্দিন বলেন, ‘আমার একটি স্লোগান আছে কুমিল্লা এগোলে,আগাবে বাংলাদেশ। এটা আসলে স্লোগান না আমার হৃদয়ের কথা। কারণ লাখ লাখ প্রবাসীর পাঠানো রেমিট্যান্সে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে কুমিল্লা।

তিনি আরও বলেন, ‘গত দশ বছর ধরে বাংলাদেশে কুমিল্লার রেমিট্যান্সে স্থানে। ২০২১ সালে করোনার মধ্যে বাংলাদেশে ২২ লাখ রেমিট্যান্স আসে যার মধ্যে কুমিল্লা একাই ১ দশমিক ৭৪ শতাংশ নিয়ে এসেছিল। এই বছর সারা বিশ্বের যখন এতো খারাপ অবস্থা সে সময়ও ৬২ লাখ মানুষের খাদ্য উৎপাদন করার পর ৩ লাখ মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন আমরা করেছি। ১ লাখ ৩ হাজার মেট্রিকটন মাছ উৎপাদন দেশের জন্য দরকার সেখানে আমরা ২ লাখ ৬৫ হাজার মেট্রিকটন মাছ উৎপাদন করেছি। তাই আমি বলি ‘কুমিল্লা এগোলে, আগাবে বাংলাদেশ’।

আরো পড়ুন