কুমিল্লার বরুড়া উপজেলা; ভোটার নেই, ঘুমাচ্ছেন কর্মকর্তা!

ডেস্ক রিপোর্টঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনে আজ সকাল থেকে ভোটগ্রহণ চলছে। সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ভোটার না থাকায় ভোট গ্রহণ কর্মকর্তা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ঘুমাতে দেখা গেছে।

উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯ শত ৩৬ জন।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ৪র্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে বরুড়ায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ১ জন চেয়ারম্যান প্রার্থীর রিটের কারণে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী।

সূত্রঃ বিডি প্রতিদিন

আরো পড়ুন