কুমিল্লার সাত প্রতিষ্ঠানের দুইশ’ রোভারের মিলনমেলা

বর্ণিল আয়োজনে কুমিল্লার সাত শিক্ষা প্রতিষ্ঠানের দুই শত রোভারের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে নানা আয়োজন সাবেক বর্তমান রোভারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রোভার পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজের পর আলোচনা সভা, গান, নৃত্য, কথা ও ব্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এক্স রোভার স্কাউট এসোসিয়েশনের সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, রোভার গ্রুপের আর এস এল গোলাম জিলানী, এ আর এস এল মু. খালেদ সাইফুল্লাহ, ইয়ামিন শরিফ।

সিনিয়র রোভার মেট দিদারুল হক রিমনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট আতাউর রহমান, ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের এস আর এম রাসেল সরকার, রোভার মেট সুদীপ্ত আচার্য্য, রোভার মেট সৈকত চন্দ্র, রোভার মেট ওমর ফারুক, মোস্তাফিজ কাদের, ইয়াসমিন আক্তার, শান্তা বেগম, রোভার মেট ফখরুল ইসলাম রোহানসহ সাবেক বর্তমান রোভারগণ উপস্থিত ছিলেন।

চতুর্থ রোভার মিলন মেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা কলেজ, মহিলা কলেজ, হাউজিং কলেজ, রূপসী বাংলা কলেজ ও মুক্ত রোভার গ্রুপের প্রায় দুই’শ সদস্য অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে এক্স রোভার স্কাউট এসোসিয়েশনের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি সাবেক রোভার মেট গালিব আল ফিরোজি, সাধারণ সম্পাদক সাবেক রোভার মেট অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

আরো পড়ুন