কুমিল্লার সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেলো ৫ শতাধিক পরিবার

করোনার ২য় ঢেউ মোকাবিলায় অসহায় ও কর্মহীন সাধারণ মানুষের মাঝে কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান অব্যহত রয়েছে।

গত এক সপ্তাহে সেনাবাহিনীর উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অলীপুর এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তায় প্রদান করা হয়েছে।

চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা, লবনসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৮ বীর মেজর সাদীকুর রহমান, ক্যাপ্টেন সাদমান।

৩৮ বীর মেজর সাদীকুর রহমান বলেন, দেশের সকল ক্রান্তিকালে বাংলাদেশে সেনাবাহিনী এগিয়ে এসেছে। বর্তমানে দেশ একটি বড় ধরনের সমস্যা অতিবাহিত করছে, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো আগামী দিনগুলোতে অসহায় এই মানুষের পাশে থাকবে।

আরো পড়ুন