কুমিল্লায় কথা কাটাকাটি নিয়ে সৎ ভাইকে হত্যা! প্রধান আসামী গ্রেফতার

কুমিল্লায় দাউদকান্দি ফেরিঘাট এলাকা থেকে রবিবার বিকালে মাইনুদ্দিন(১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়,জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে রাসেল(চালক) স্থানীয় ব্যবসায়ী মাহমুব খন্দকারের বালুমহালে একটি ড্রাম ট্রাকের চালক হিসেবে কাজ করতেন,তার সহযোগী ছিলো তার সৎ ভাইভাই মাইনুদ্দিন।

উপজেলার আমিরাবাদ এলাকায় ড্রামট্রাক থেকে বালু আনলোড করে আসার সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে মাইনুদ্দিনের গলা ও টুটি চেপে ধরলে ঘটনাস্থলেই মাইনুদ্দিন মারা যায়। হত্যাকান্ডের ঘটনাটি ধামাচাপা দিতে মৃত লাশ গাড়িতে রেখে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে যায় মাইনুদ্দিন।

মৃত ব্যক্তির শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জখম দেখে পুলিশ এটিকে রহস্যজনক হত্যাকান্ড ধারণা করে তদন্ত শুরু করেন।

এবিষয় জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে করে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টায় মাইনুদ্দিনের হত্যাকারী সৎ ভাই রাসেল(২৪)কে গ্রেপ্তার করেছে সক্ষম করছি আমরা।

পরে আসামিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রাসেলকে প্রধান আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন