কুমিল্লায় কোয়ারেন্টাইনে না থেকে ক্রিকেট খেলছিলেন বাহরাইনফেরত প্রবাসী

কুমিল্লার লালমাইয়ে করোনাভাইরাস আক্রান্ত দেশ বাহরাইন প্রবাসী হোম কোয়ারেন্টাইন নির্দেশ লঙ্ঘন করে বৃহস্পতিবার মাঠে গিয়ে ক্রিকেট খেলছিলেন। খবর পেয়ে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর ও মনিটরিংয়ের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম ইয়াসির আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ওই প্রবাসীর পরিবারকে সতর্কও করেন।

ইউএনও কে. এম ইয়াসির আরাফাত জানান, লালমাই উপজেলায় বাহরাইন প্রবাসী ১৩ মার্চ দেশে আসেন। ওই হিসেবে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল তার। তাই নিয়ম ভঙ্গ করায় তাকে জরিমানা করা হয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশে ১৭ জনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে আইইডিসিআর। এ রোগে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের বেশিরভাগই বিদেশফেরত, বাকিরা তাদের সংস্পর্শে এসেছিলেন।

আরো পড়ুন