কুমিল্লায় গুড়ি গুড়ি বৃষ্টি, ফের হাড় কাঁপানো শীত আসছে

ডেস্ক রিপোর্টঃ শীত যেন পালিয়েই গেল। এমনটাই বলছিল কুমিল্লার বাসিন্দারা। গত কয়েক দিন রোদ থাকায় কুমিল্লা সহ দেশের বেশ কিছু এলাকায় তীব্র শীত অনুভূত হয়নি।

ডিসেম্বরের শেষ দিকে লেপ-কম্বল দিয়েও যখন মানছিল না শীত, আর জানুয়ারির শুরুতে দেখা গেল শহরের অনেক দোকানপাট, বাসায় ফ্যান ছাড়া হচ্ছে। তবে হঠাৎ করেই বৃহস্পতিবার গভীর রাত থেকে অবারিত বৃষ্টি ঝড়ছে কুমিল্লাতে । সকালে সেই বৃষ্টি ইলিশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রূপ নেয়।

এতে শুক্রবার ঘুম থেকে ওঠেই অন্যরকম এক আবহাওয়া উপভোগ করছেন কুমিল্লাবাসী। বৃষ্টির ঠাণ্ডা পানি শীত নিয়ে আসা শুরু করেছে।

একে তো ছুটির দিন তার ওপর বৃষ্টি; তাই কুমিল্লার সকালের রাস্তা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে ফাঁকা। কর্মজীবী মানুষদের অফিসে যাওয়া তাড়া নেই দেখে লেপের খোলস থেকে বের হননি। এমনকি পাড়া-মহল্লায় রিকশার দেখাও কম মিলেছে।

অবশ্য, ২০২০ সালের শুরুতে বৃষ্টি হবে আর ফের শীত নিয়ে আসবে এই বৃষ্টি এমনটা জানাই ছিল কুমিল্লা বাসিন্দাদের।

আবহাওয়া অধিদফতর পূর্বাভাস ছিল, জানুয়ারির শুরুতে বৃষ্টি হবে। এর পরই আসছে হাড়কঁপানো শীত।

এছাড়াও আবহাওয়া অধিদফরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। মাসের বিভিন্ন সময়ে স্বাভাবিক বৃষ্টিও হতে পারে। এর ফলে গত ডিসেম্বরের চেয়ে এ মাসে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় শীতের তীব্রতা বাড়বে।

আরো পড়ুন