কুমিল্লায় চাঁদাবাজির মামলায় জামিন পেলেন সাবেক এমপি মঞ্জু মুন্সী

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী স্থায়ী জামিন পেয়েছেন।

রবিবার কুমিল্লার দ্বিতীয় যুগ্ম জেলা জজ রোকন উদ্দিন কবিরের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। পরে আদালত তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, গত বছরের ১৮ মার্চ কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ দলের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে উপজেলার সুলতানপুর গ্রামের জাকির হোসাইন চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেয়ার পর রবিবার মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন লাভ করেন।

আরো পড়ুন