কুমিল্লায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তিনজন কারাগারে

কুমিল্লায় বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি না করায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন মোজাম্মেল হোসাইন অয়ন (২৮), আবদুল কাদের অনিক (২৬) ও আবদুল্লাহ আল মামুন অনন্ত (২৫)।

পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর জানান, রোববার (২৫ জুলাই) রাতে নগরীর নোয়াপাড়া এএফসি ফরটিস হাসপাতালে করোনা রোগীকে ভর্তি না করায় রোগীর স্বজনরা হামলা চালিয়ে কর্তব্যরত চিকিৎসক তানভীর আকবরসহ কয়েকজনকে আহত করেন। এ ঘটনায় ওইদিন রাত ২টায় হামলায় শিকার ডা. তানভীর আকবর বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত আবদুল্লাহ আল মামুন অনন্ত নামের একজনকে গ্রেফতার করে। পরদিন সন্ধ্যায় মোজাম্মেল হোসাইন অয়ন ও আবদুল কাদের অনিককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তিনজনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন