কুমিল্লায় জনসচেতনতায় সেনাবাহিনীর নানা উদ্যোগ

করোনা পরিস্থিতে কুমিল্লায় জনসচেতনতায় কাজ করছে সেনাবাহিনী। আজ রবিবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন স্থানে তারা জনগণকে মাস্ক ও হাতমোজা ব্যবহারের পরামর্শসহ সামাজিক দূরত্ব বজায় রাখা, বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং সড়কে জটলা সৃষ্টি না করার ব্যপারে জনগণকে সচেতন করেন।

এসময় নিবার্হী হাকিম মারুফ হাসানের নেতৃত্বে লোকজনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করা হয়। এছাড়া কাজ শেষে সকলকে ঘরে ফেরার অনুরোধ করেন সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে জেলার বিভিন্ন উপজেলায়ও প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ করোনাভাইরাস প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্রঃ ঢাকাটাইমস

আরো পড়ুন