কুমিল্লায় জুয়া খেলায় সাতজনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার লালমাইয়ে জুয়া খেলার দায়ে সাত জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসিন আরাফাত নিজ কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের বারাইপুর গ্রামের সোলেমান, আমান উল্যাহ, পেরুল দক্ষিণ ইউনিয়নের শাহ আলম, মো.শহিদুল্লাহ, পেরুল গ্রামের জাফর, দোশারীচো গ্রামের সুমন মিয়া ও লাকসাম পৌরসভার মিশ্রী গ্রামের জহির উদ্দীন রতন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুবের নেতৃত্বে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের জনৈক শাহ আলমের বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় ওই সাতজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন