কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সোমবার গভীর রাতে নাজিরাবাজার ফাঁড়ি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ ডাকাত এবং গতকাল সন্ধ্যায় আরো একজনসহ মোট ৩ জন ডাকাতকে আটক করেছে । এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুত্র জানায়,দেশের ব্যস্ততম জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকায় দিগন্ত এ্যান্ড ফারুক ট্রেডার্স এর পিছনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ময়নামতি সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার ফাঁড়ির ইন্সপেক্টর শেখ মাহমুদুল হাসান রুবেল,এসআই মো: শামীম ও এএসআই রাজুর নেতৃত্বে সোমবার রাত আনুমানিক আড়াইটায় পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ সেখান থেকে মাসুম মিয়া (২৭) পিতা সাদেক দূর্গাপুর ও রিমন (২০),পিতা বাদশা মিয়া গ্রাম খেতাসার এই ২জনকে ধারালো ছুরি ও কিরিচসহ আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ রানা নামের আরো একজনকে আটক করে। তার বাড়ি সদরের শাসনগাছা এলাকায়। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে এসময় তাদের আরো কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। তারা হলেন,আলেখারচর এলাকার জয়নাল আবেদিনের পুত্র বিল্লাল,আলেক সর্দারের পুত্র জুয়েল (২৪),ইউসুফের পুত্র রুবেল (২৪) ও দুর্গাপুরের সিরাজ মিয়ার পুত্র মাহফুজ। এব্যাপারে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে। গতকাল দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন