কুমিল্লায় পঙ্গু হতদরিদ্র রিকশা চালককে ইজিবাইক প্রদান করলো টিম ১০১

মহান বিজয় দিবস উপলক্ষ্যে হত দরিদ্র পঙ্গু রিকশা চালক শাহজালাল কে ইজিবাইক প্রদান করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের টিম ১০১ এর সদস্যরা।

বৃহস্পতবাির বিকেলে চান্দিনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজতি আলোচনা সভা শষেে দরদ্রি পঙ্গু (পা হারা) রিকশা চালকরে হাতে ইজিবাইকের চাবি তুলে দেন টিম ১০১ এর প্রধান সমন্বয়ক লিটন সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে বাংলাদশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সালেহ আহমদ টুটুল। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম, টিম ১০১ এর প্রধান সমন্বয়ক লিটন সরকার।

একবছর আগে টিউমারের কারনে হতদরিদ্র রিকশাচালক শাহজালালের পা কেটে ফেলা হয়। সে সময়ে তার চিকিৎসার দায়িত্ব নেয় টিম১০১ এর প্রধান সমন্বয়ক লিটন সরকার। একমাত্র উপার্জনকারী ব্যক্তি পঙ্গুত্ব বরণের ফলে পরিবারটি অসহায় হয়ে পড়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে টিম ১০১ পঙ্গু রিকশাচালক শাহজালালকে একটি ইজিবাইক প্রদান করেন, উল্লেখ্য টিম ১০১ করোনা মহামারিতে মৃত্যুবরনকারী ৩৫ জনের মৃতদেহ দাফনে মনবিক ভূমিকা পালন করেন।

আরো পড়ুন