কুমিল্লায় পাঁচ শতাধিক পরিবারকে ঈদ উপহার প্রদান করেছে জাগ্রত মানবিকতা

কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে জাগ্রত মানবিকতা। শনিবার সকালে এই উপহার মানুষের হাতে তুলে দেন জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা ও জেলা ক্রিকেট উপকমিটির সভাপতি সাইফুল আলম রনি।

এসময় আরও উপস্থিত ছিলেন জাগ্রত মানবিকতার সদস্যবৃন্দ। লকডাউনে থাকা নগরবাসী এই উপহার হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
তাহসিন বাহার সূচনা জানায়, করোনা পরিস্থিতির শুরু থেকেই জাগ্রত মানবিকতা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এবারের ঈদ কারো জন্যই আনন্দের না।

নগরীর কারো ঘরে খাবার থাকবে কারো ঘরে খাবার থাকবে না এ বিষয়টি জাগ্রত মানবিকতা কখনোই মেনে নিবে না। আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাড়ানোর। রোজার শুরুতে এক হাজার মানুষকে ইফতার সামগ্রী, রোজার মাঝামাঝি সময়ে পাচঁশত মানুষকে ইফতার সামগ্রী ও আজ আরও পাচঁশত পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছি। আমাদের এই পদক্ষেপ ঈদ পর্যন্তই সিমাবদ্ধ নয়, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের স্বার্থে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানায় তিনি।

আরো পড়ুন