কুমিল্লায় শিক্ষার্থীদের বিনামূল্যের বাজারে আ’লীগ নেতার বাধা

কুমিল্লার মেঘনায় শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্রদের জন্য বসানো বিনামূল্যের বাজারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে এই ঘটনা ঘটে। এনিয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো.রিসালাতসহ কয়েকজন উল্লেখ করেন,শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ’। নিজেদের চাঁদা দিয়ে তারা গরিব মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করেন। রোববার সকালে মানিকারচর বাজারে সবজি বিতরণের সময় তাজুল ইসলাম তাজ বিনা কারণে এগুলো বন্ধ করতে বলেন। তারা এর বিচার দাবি করেছেন।

মো.রিসালাত বলেন,তিনি নিজেসহ মাস্ক পরা ছাড়া ১৫জন লোক নিয়ে এসে আমাদের গালমন্দ করে সরিয়ে দেন।

অভিযুক্ত তাজুল ইসলাম তাজ বলেন, তারা অনেক কিছু দিবে ভেবে মহিলারা ভিড় করে। তারা সামান্য আলু,পুঁই শাক দিচ্ছিল। সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না দেখে তাদের পাশের মাঠে গিয়ে বিতরণ করতে বলি। এখানে আর কোন সমস্যা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন,এটা শিক্ষার্থীদের ভালো উদ্যোগ। তাদের কাজে বাধা দেয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন