কুমিল্লায় হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্টঃ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কুমিল্লায় র‌্যালী ও আলোচনা সভা করেছে হাইওয়ে পুলিশ। কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয় ও ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১১টায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় র‍্যালীর উদ্ধোধন করেন পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম -পিপিএম বার বিপিএম। পরে র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা প্রদক্ষিণ শেষে আবার ময়নামতি থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে ময়নামতি থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশ কুমিল্লা রিজিয়নের সাধারন সম্পাদক কাজী শারমিন আউয়াল, সহ-সভাপতি মেয়র মফিজুল ইসলাম, সহ-সভাপতি জাফর উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক আবু তৈয়ব অপি।

এছাড়া পরিবহন মালিক ও শ্রমিক নেতা তাজুল ইসলাম, আব্দুস সালাম, মোহাম্মদ আলীসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং সদস্য হাজী মোক্তার হোসেনকে সম্মাননা পুরুষ্কার তুলে দেয়া হয়।

আরো পড়ুন