কুমিল্লায় ৪শ’৭৫ বোতল ফেন্সিডিলসহ কাভার্টভ্যান চালক আটক

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ৪শ’৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এসময় ফেন্সিডিল বোঝাই কাভার্টভ্যানসহ চালককে আটক করা হয়েছে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমানগন্ডা এলাকা থেকে ৪শ’৭৫ বোতল ফেন্সিডিল জব্দসহ কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়। কাভার্ডভ্যান চালক আলমগীর হোসেন (৩৫) সীতাক- উপজেলার উত্তর রহমতনগরের আবুল বাশারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এএসআই নূর উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বিওপির একশ’ গজ দক্ষিণে (চট্ট-মেট্টো- ১১-৬৫৬৬) নাম্বারের কাভার্ডভ্যান থেকে ৪শ’৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যান চালক আলমগীরকে আটক করা হয়।

এএসআই নূর উদ্দিন বলেন, ফেন্সিডিলগুলো চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুকের বলে প্রাথমিক জিজ্ঞাবাদের আলমগীর স্বীকার করে। আটককৃত ফেন্সিডিলগুলোর প্রকৃত মালিককে আইনের আওতায় চেষ্টা করা হবে। মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন