কুমিল্লা কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে ছাত্রীসহ ৩ পরীক্ষার্থী

কুমিল্লায় কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে ছাত্রীসহ তিন পরীক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা কারাগারে বসে বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষা দিয়েছে ওই তিন পরীক্ষার্থী।

তারা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কুমিল্লা কারাগারে বন্দি রয়েছে। আদালতের অনুমতিক্রমে তারা কারাগারে বসেই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

কারা অভ্যন্তরে অংশ নেওয়া তিন পরীক্ষার্থী হচ্ছে- কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসুম মিম, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী মো. সজিব উদ্দিন এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী আরাফাত।

রোববার রাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, কুমিল্লার নির্দেশনা মোতাবেক এবার এসএসসি পরীক্ষায় কারা অভ্যন্তরে রোববার বাংলা বিষয়ে পরীক্ষায় অংশ নেয়- মেঘনা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসুম মিম। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি অঞ্চল, রামগতি লক্ষ্মীপুরের নির্দেশে পরীক্ষা দিচ্ছে রামগতি মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী মো.সজিব উদ্দিন এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত-৮, নোয়াখালীর নির্দেশনায় সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী আরাফাত।

আরো পড়ুন