কুমিল্লা ছাত্রলীগ নেতা রনি গাঁজাসহ গ্রেফতার

লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বৃহত্তর বেলঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদারের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ রনি মজুমদারসহ ৩জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা রনির ঘর থেকে ২৪ কেজি গাঁ’জা ও ৪টি মোবাইল উদ্ধার করে। মাদকসহ গ্রেফতার হওয়া রনি মজুমদার নিজের ফেইসবুক আইডিতে নিজেকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক দাবী করেছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে জাহাঙ্গীর আলম মজুমদারের বেলঘর গ্রামস্থ বাড়ীতে বিশেষ অভিযান শেষে তাদের আটক করা হয়।

আটক হওয়া অন্য মাদক ব্যবসায়িরা হলেন-বেলঘর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ তৈয়ব আলী (২০) ও মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ আবু রাশেদ (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার লালমাই থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মা’দক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

রনি মজুমদারের অনুসারি হিসেবে পরিচিত অন্তত এক ডজন ছাত্রলীগ নেতা মাদকের এ সিন্ডিকেটে জড়িত। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাদ’ক সিন্ডিকেটের বাকি সদস্যদেরও গ্রেফতার করতে তৎপর রয়েছেন।

আটক ও উদ্ধারের ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন