কুমিল্লা ছাত্রলীগ সভাপতি সাইফুল হত্যা মামলার চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রধান হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে দেয়া চার্জসীট গ্রহণ করেছে আদালত। বুধবার কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১ বিজ্ঞ বিচারক মুস্তাইন বিল্লা চার্জসীট গ্রহণ করেন।
চার্জশিটে ৮ জনকে অভিযুক্ত করা হয় । তারা হলেন-শামীম ওরফে নাজমুল ইসলাম,  লিটন ওরফে আবুল কালাম আজাদ, সাহেদ আলম, সঞ্জয় কর্মকার, মাসুম, শাহিদ, রানা, আসিফ হোসেন। অভিযুক্তদের মধ্যে পলাতক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সিআইডির এএসপি জালাল উদ্দিন আহমেদ তদন্ত শেষে এ চার্জসীট দাখিল করেন।
গত ২০১৫ সালের ১১ এপ্রিল কুমিল্লা টাউন হল মিলনায়তনে ছাত্রলীগের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার পর কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে শহরের ব্যস্ততম কান্দিরপাড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয়। পর দিন সে কুমিল্লার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় ১৩ এপ্রিল কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র সংসদের সাবেক জিএস ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টু বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে সিআইডি গত ৭ অক্টোবর চার্জসীট দাখিল করে।

আরো পড়ুন