কুমিল্লা জেলা পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ দেলোয়ার হোসেন মজুমদারঃ কুমিল্লা জেলা পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান সদর দক্ষিণ মডেল থানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার রাতে সদর দক্ষিণ মডেল থানা আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন। উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন বলেন, খেলাধুলা মানুষকে বিনোদনের পাশাপাশি মাদক,ইভটিজিং,বাল্য বিবাহসহ নানা অপকর্ম থেকে দূরে রাখে। শারীরিক সুস্থ্যতা ও মানষিক বিকাশে সহায়তা করে। যারা নিয়মিত খেলাধুলা করে তারা কখনো অপরাধ করতে পারে না। সমাজে যারা মাদকাসক্ত তাদের অনেকেই খেলাধুলা’র মতো বিনোদন থেকে দূরে। তাই যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক,ইভটিজিং এর মতো অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, কুমিল্লা ঐতিহ্যের জেলা। কুমিল্লার ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ক্রিড়াঙ্গনেও এগিয়ে নিতে জেলা পুলিশ কাজ করছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম পিপিএম ও ওসি (তদন্ত) মোঃ নাজিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-১১ কোম্পানী কমান্ডর মেজর সৈয়দ আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সাখাওয়াত হোসেন, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডল,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) গোলাম আম্বিয়া মাহমুদ,সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ ।

উদ্বোধনী খেলায় চৌদ্দগ্রাম সার্কেল বনাম রাজশাহী রেঞ্জ এবং টুরিষ্ট পুলিশ চট্রগ্রাম বনাম মনোহরগঞ্জ থানা টিম অংশগ্রহন করে। টুর্নামেন্টে বিভিন্ন থানা পুলিশের মোট ২৮ টি নেয়।

আরো পড়ুন