কুমি’ল্লা দেবিদ্বারে না’রী ডাক্তারকে শ্লীল’তাহানি, যুবকের দণ্ড

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারকে শ্লীল’তাহানির অপরাধে মো. আক্তার হোসেন নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারা’দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. শাহিদা আক্তার এ দণ্ড দেন।

আক্তার হোসেন দেবিদ্বার পৌর এলাকার মো. রুহুল আমিনের ছেলে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারের বাসায় গিয়ে ভিজিট কম দেয়াকে কেন্দ্র করে ওই ডাক্তারকে অক’থ্য ভাষায় গালাগাল ও শ্লীল’তাহানিমূলক আচরণ করেন আক্তার হোসেন। পরে ওই ডাক্তার উপস্থিত কয়েকজনের সহযোগিতায় বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. শাহিদা আক্তারকে অবগত করেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্তার হোসেনকে ছয় মাসের সশ্র’ম কারা’দণ্ড দেন ওই সহকারী কমিশনার।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী ডাক্তারকে শ্লীল’তাহানি অভিযোগে আক্তার হোসেন নামে এক যুবককে ছয় মাসের কারা’দণ্ড দেয়া হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্রঃ ডেইলি বাংলাদেশ

আরো পড়ুন