কুমিল্লা বিজিবি সেক্টরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্টঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

রবিবার দুপুরে কুমিল্লা কোটবাড়ি বিজিবি সদর দফতরের শালবন মাল্টিপারপাস হলে আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার্স কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।

বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বী, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টর প্রতিষ্ঠিত হয়।

আরো পড়ুন