কুমিল্লা বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা সাইফুল ইসলাম(৪২)কে শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলা সদর বাজার এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে। নাশকতা,অগ্নিসংযোগসহ একাধিক মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান,জামায়াত নেতা সাইফুল ইসলাম বিগত ২০১৩-’১৪ সালে মহাজোট সরকারের বিরুদ্ধে বিএনপিসহ ২০ দলীয় জোটের জ্বালাও-পোড়াও আন্দোলনের সময় সাইফুল ইসলাম অগ্নিসংযোগ,গাড়ি জ্বালাও-পোড়াও,ভাংচুরসহ বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত ছিলেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে বেশ কু’টি মামলাও চলমান।

গ্রেফতার এড়িয়ে সাইফুল ইসলাম এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় বুড়িচং উপজেলা সদরে তার অবস্থানের গোপন সংবাদ পেয়ে বুড়িচং থানার এসআই ইমাম হোসেন,ইখতিয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তিনি বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর গ্রামের মতিউর রহমানের পুত্র। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো পড়ুন