কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচকে জরিমানা

ম্যাচের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আম্পায়ারিং ও এডিআরএস নিয়ে প্রশ্নে মোহাম্মদ সালাউদ্দিন শঙ্কা প্রকাশ করেই বলেছিলেন, ‘কিছু বলতে পারব না… সাসপেন্ড করে দেবে।’ তারপরও অনেক কথাই বলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ। তার ২৪ ঘণ্টা পরই নেমে এলো শাস্তির খড়গ।

আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করায় জরিমানা করা হয়েছে সালাউদ্দিনকে। বিসিবির আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে বিপিএলের সবচেয়ে সফল কোচের নামের সঙ্গে।

রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল ২ ভাঙার অভিযোগ আনা হয় সালাউদ্দিনের বিরুদ্ধে। দায় স্বীকার করে ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। যদিও বিসিবি রাতে ব্যাখায় জানায়, এলবিডব্লিউর ক্ষেত্রে তাদের নিয়মের কথা। যদিও সেটি আগে থেকে জানত না অনেকেই। এই কারণে বিভ্রান্তি তৈরি হয়।

আরো পড়ুন