কুমিল্লা ময়নামতিতে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

মো.জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা-মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়েনের সাহেব বাজারে বুধবার রাত আড়াইটায় মা-মনি ষ্টোরে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ঔষধ দোকানে ছড়িয়ে পরে।

খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজে লাগে। আগুনের খবর শুনে ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার ও দেবপুর পুলিশ ফাঁড়ীর এসআই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে আসে। এক ঘন্টা চেষ্ঠার পর সাড়ে ৩ টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এর মধ্যেই মা-মনি স্টোর ও সুফিয়া মেডিকেল হল দুই ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়ে যায়। মা-মনি স্টোরের মালিক অমর চন্দ্র সাহা জানান, আগুনে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

সুফিয়া মেডিকেল হলের মালিক হাজী মোঃ ছাদেক জানান, আগুনে প্রায় নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে।

আরো পড়ুন