কুমিল্লা স্টেডিয়ামে ফ্লাডলাইট চাচ্ছে বাফুফে

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে ফুটবলের ভেন্যু হিসেবে দারুণভাবে মনে ধরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের। স্টেডিয়ামটির মাঠ, ফুটবল নিয়ে কুমিল্লা শহরের মানুষের উম্মাদনা দেখে সেখানে ফ্লাডলাইট স্থাপনের কথা ভাবছেন তিনি।

‘ফুটবলের ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি সুন্দর। ওখানে ফ্লাডলাইট নেই। আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে বলবো ওই স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন করে দিতে। আমি ইতিমধ্যে আমার অফিসকে বলেছি, যাতে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে ফ্লাডলাইট স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়’-বলেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানান, ‘সভাপতি উদ্যোগ নিতে বলেছেন। আমরা চিঠি তৈরি করছি। আগামী শনি বা রোববার জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়ে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেয়ার অনুরোধ করব। কুমিল্লার স্টেডিয়ামটি ফুটবলের জন্য দারুণ ভেন্যু। ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ হয়েছে সেখানে। ম্যাচগুলো ঘিরে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছিল। সভাপতি চাইছেন স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন হোক। আরো কিছু কাজও করতে হবে। আমাদের কি কি লাগবে, সেটা জানিয়ে দ্রুত চিঠি দিচ্ছি জাতীয় ক্রীড়া পরিষদকে।’

গত মৌসুমে মোহামেডান এই স্টেডিয়ামকে হোমভেন্যু করেছিল। মোহামেডানের কল্যাণে পেশাদার লিগের ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল স্টেডিয়ামটির। এবার মোহামেডানের পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও এ স্টেডিয়ামকে হোমভেন্যু করেছে।

আরো পড়ুন