চৌদ্দগ্রামে চার দোকানে আগুন, কোটি টাকা ক্ষতি

কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। রোববার (১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিনগর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রুপিয়া খাতুন এন্টারপ্রাইজ নামের একটি দোকারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে পাশের একটি কাপড় দোকান ও দুটি কসমেটিকস দোকান আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ চারটি দোকান পুড়ে ছাই হয়েছে যায়।

রুপিয়া খাতুন এন্টারপ্রাইজরে মালিক মো. ইউসুফ আলী লিটন বলেন, ‘প্রতিদিনের মতো রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত সাড়ে ১২টার দিকে ফোন আসে দোকানে আগুন লেগেছে। দ্রুত বাজারে গিয়ে দেখি দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়েছে গেছে। এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

কাশিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে যেন সহযোগিতা করা হয় সে বিষয়ে চেষ্টা করবো। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইয়াছিন প্রধানিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।’

আরো পড়ুন