ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন

সদর দক্ষিণ প্রতিনিধিঃ ছাত্রলীগের প্রধান কাজ হল সৎ ও সুন্দরভাবে আগামী দিনগুলো যেভাবে সাজানো যায় সেভাবে দিকনির্দেশনা দেয়া ও বাস্তবায়ন করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন হল ছাত্রলীগ যা আওয়ামীলীগ সংগঠনের পূর্বে এ সংগঠনের সৃষ্টি হয়েছিল।ছাত্রলীগ সংগঠন হচ্ছে সৎ ও মেধাবীদের সংগঠন।সোমবার রাতে কুমিল্লা মহানগরীর ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত এসব কথা বলেন। তিনি আরো বলেন, পূর্বে এ দেশের সকল আন্দোলনে এ সংগঠনটির ভূমিকা ছিল অপরিহার্য।ছাত্রলীগ আওয়ামীলীগের ভ্যান গার্ড হিসেবে কাজ করবে।এ সংগঠনে যারা আজ দায়িত্বে আসবে তারা যদি চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকাসক্তের সাথে জড়িত হয় তাদেরকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে।।এ সংগঠনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কণ্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। সম্মেলনে হিসেবে উপস্থিত ছিলেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (দঃ)জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আলকাছুর রহমান কোকা,মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু,কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হাসান। মহানগর ছাত্রলীগের আহবায়ক আ.ক.ম আব্দুল আজিজ সিহানুক’র সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক এ.কে.এম আব্দুল আলী,জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ সহিদ উল্লা,মহানগর আওয়ামীলীগ সদস্য হারুনুর রশিদ বাবুল,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুস সাত্তার, মহানগর যুবলীগ নেতা মোবারক,দেলোয়ার ,মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈমুল হক হিমেল, ২৭নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি মোশারফ হোসেন মোর্শেদ,২৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল মোস্তফা হিমু সহ দলের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন