‘ঢাকা উত্তরের মেয়র হলে অচল ঢাকাকে সচল করব’ – আতিকুল ইসলাম

নাসির উদ্দিন তন্ময়ঃ ঢাকা উত্তরের আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী বিজিএমইএ এর সাবেক সভাপতি কুমিল্লার কৃতিসন্তান মো: আতিকুল ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নত দেশ হিসেব এগিয়ে নিতে ভিশন ২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। ডিএনসিসি মেয়র প্রার্থী হিসেব যদি তিনি আমাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেন তাহলে ঢাকা উত্তরের রাস্তাঘাটের যানজট নিরসনই হবে আমার প্রথম চ্যালেঞ্জ। প্রয়াত মেয়র আনিসুল হক সুন্দর নগরী গড়তে যে প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন যদি আমি নমিনেশন পাই এবং আপনারা আমার সাথে থাকেন তাহলে কথা দিলাম- আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ। আপনাদের সাথে নিয়ে এই অচল ঢাকাকে সচল করবো, যানজট মুক্ত, জলাবদ্ধতামুক্ত, দুর্বৃত্তদের হাত থেকে পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া হবে।

তিনি শনিবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ফুলবল টূর্ণামেন্ট ২০১৭ ও মুক্তিযোদ্ধা- শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক মন্ত্রী কুমিল্লা দেবিদ্বারের জননেতা ফখরুল ইসলাম মুন্সী, এফবিসিসিআই এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগএর যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মো: হাবিব হাসান, আহলিয়া কল্যাণ সমিতির সভাপতি আলাউদ্দিন আল সোহেল।

আরো পড়ুন