ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেই যানজট

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল-আজহা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে মানুষ নিজ কর্মস্থল ছেড়ে ছুটছেন বাড়িতে। বাড়ি ফেরা এ মানুষদের যাতায়াতে প্রস্তুত রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ।

দাউদকান্দি টোল প্লাজা থেকে ফেনী পর্যন্ত কুমিল্লার ১০৫ কিলোমিটার সড়কের কোথাও কোনো যানজট লক্ষ্য করা যায়নি। তবে কোরবানির ঈদ উপলক্ষে সড়কে পশু পরিবহনের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে যাত্রী ও মালবাহী পরিবহনের চাপও রয়েছে।

কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ ঢাকা ট্রিবিউনকে জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে এবং মহাসড়কে গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে দিনরাত কাজ করছে হাইওয়ে পুলিশ।

এছাড়াও মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটারসহ কুমিল্লা অঞ্চলের প্রত্যেকটি মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসনে পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

কুইক রেসপন্স টিম, দুর্ঘটনা কবলিত পরিবহন দ্রুত সরাতে রেকারের বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে সড়কের সংস্কার কাজও আপাতত বন্ধ রাখা হয়েছে। এতে করে যানজট মুক্ত পরিবেশে ঈদে ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরবেন।

আরো পড়ুন