দেবিদ্বারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ স্টাফ সহ ১৮ জন করোনা আক্রান্ত

কুমিল্লার দেবীদ্বারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ স্টাফ সহ ১৮ জন করোনা আক্রান্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্তদের ১ জন সিনিয়র স্টাফ নার্স ও ১ জন ওয়ার্ড বয় আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। অপরজন মেডিকেল টেকনোলজিস্ট।

এ পর্যন্ত দেবীদ্বার উপজেলায় মোট পজেটিভ সনাক্ত হয়েছে ১৫৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের এবং সুস্থ হয়েছে ৪৫ জন।

দেবিদ্বার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে শণিবার দুপুরে আসা ৫০ টি নমুনার রিপোর্ট’র মধ্যে ১৬ জন এবং ঢাকা আইসিডিডিআরবি থেকে আসা আরও ৫০ টি নমুনার রিপোর্ট’র মধ্যে ২ জন পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এক দিনে মোট ১৮ জনের পজিটিভ সনাক্ত হয়েছে।

এর মধ্যে ভানী ২ জন, দাড়িয়াপুর ১ জন, ছোট আলমপুর ১ জন, পূর্ব ফতেহাবাদ ১ জন, আবদুল্লাপুর ১ জন, বারেরা ২ জন, আলিয়াবাদ ১ জন, মরিচাকান্দা ১ জন, ধামতী ১ জন, রামপুর ১ জন, দেবিদ্বার পৌর এলাকায় ৩ জন এবং দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

এদিকে, পর পর দুইবার নেগেটিভ রিপোর্ট পাওয়ায় শণিবার আরও ২০ জন পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, দায়িত্ব পালন করতে গিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন করোনা যোদ্ধা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিপূর্বেও আরও দুই জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেবিদ্বারে মোট ১৫৮ জন পজিটিভ সনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের এবং সুস্থ হয়েছেন ৪৫ জন। বাকীদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন ৪ জন, ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২ জন, কুমিল্লা সিএমএইচ-এ ২ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৯৫ জন।

আরো পড়ুন