দেবিদ্বারে একটি ঘরও বিদ্যুৎ সুবিধা থেকে বাদ পড়বে না – রাজী ফখরুল

দেবিদ্বার প্রতিনিধিঃ দেবিদ্বারের প্রতিটি ঘরকে বিদ্যুতয়নের মাধ্যমে আলোকিত করা হবে, ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এটি রুপকল্প নয়, বাস্তবায়নের অগ্রযাত্রা। সেই অগ্রযাত্রায় একটি ঘরও বিদ্যুৎ সুবিধা থেকে বাদ পড়বে না। প্রায় ৮৫ লক্ষ টাকায় ব্যয়ে ২৪টি ট্রান্সফরমারের মাধ্যমে উপজেলার মোগসাইর-এগারোগ্রামের ৪১১ টি পরিবারের মাঝে বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) এর সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি সমৃদ্ধশালী দেশ দিয়েছেন, এ দেশ বিশ্ব মানচিত্রে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এদেশকে সামনে আরো এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করুন তবেই দেশে উন্নয়ন হবে।

ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার বিকাল ৪টায় মোগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যুৎ শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, দেবিদ্বার জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার মো. ছাদেক জামান। সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু (ভিপি বাবুল) পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হক খোকন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান কুমিল্লা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শাহাদাত হোসেন মিঠু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য মো.সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সুমন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুল হাসান, ছাত্রলীগ নেতা কামরুল হাসান প্রমুখ।

আরো পড়ুন