দেবীদ্বারে জাতীয় সমবায় দিবস পালিত

এ আর আহমেদ হোসাইনঃ ‘সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চল’ এ-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেবীদ্বারে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।

আলেচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মোহাম্মদ মাসুদুর রহমান, বীর মূক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, মিসেস জয়নুল আবেদীন হাছিনা।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, কুমিল্লা শিশুপরিবারের উপ-তত্বাবধায়ক আব্দুল কাইউম সরকার, আবেদা- মান্নান ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূঁইয়া, বেসরকারী এতিমখানা সমিতি’র সভাপতি আক্তার হোসেন মেম্বার, আক্তারুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নুল আবেদীন বলেন, সমাজ সেবা অধিদপ্তরের আওতায় সরকার ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রমে’ দেশের দরিদ্র, প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, দারিদ্রবিমোচনে কর্মসংস্থান সহ নানা ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রেখেছে। অবশ্য এ ক্ষেত্রে কিছু সংখ্যক কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিদের অসতর্কতা, অনিয়ম, দূর্নীতির কারনে সঠিক উপকার ভোগীরা হয়রানীর শিকার হচ্ছে। সংশ্লিষ্টদের এ ক্ষেত্রে দেশপ্রেমে উদ্ভূদ্ধ হয়ে সততা, মানবিকতা এবং দায়িত্বশীলতা নিয়ে এগিয়ে আসতে না পারলে সরকারের ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রম’ সফল হবেনা। আলোচনা শেষে বিভিন্ন পর্যায়ে রচনা প্রতিযোগীতায় জেলা ও উপজেলা পর্যায়ে বিজয়ী ৩ জনকে বই উপহার দেয়া হয়।

আরো পড়ুন