দেবীদ্বারে বিষপান নয়, মেরে ফেলার অভিযোগে কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লা দেবীদ্বার উপজেলা রাজামেহার ইউনিয়ন চুলাশ গ্রামের সৌদি প্রবাসী আবুল হাসেম’র ছেলে কলেজ ছাত্র মৃত মুহিনের লাশ রবিবার দুপরে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার’র উপস্থিততে ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

ওই সময় থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার’র নির্দেশে এস আই আব্দুস সালাম, (এ এস আই) মোঃ রুহুল আমিনসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে চুলাশ মাউদ আলী বাড়ির পারিবারিক কবর স্থান থেকে মুহিনের লাশ উত্তোলন করা হয়।

ওই কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনাটি ঘটে গত ১৮ জুলাই শনিবার রাত পৌনে দশ টায় মুহিনের প্রেমিকার বাড়ী রাজামেহার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরিচা হোনেনপুর গ্রামে।

পারিবারিক সৃত্রে জানা যায় মুহিন দীর্ঘ দিন ধরে এক স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করে আসছিলো।

প্রেমিকার বাবা ও ভাইয়েরা পরিকল্পিত ভাবে তাকে বাড়িতে ফোন করে এনে মেরে ফেলেছে এমন অভিযোগ করেন মুহিনের পরিবার।
ওই দিকে প্রেমিকার পরিবার ওই কথা অস্বীকার করে আসছে।

স্থানীয় প্রবাভশালীরা ময়নাতদন্ত ছাড়া দাফন করলেও নিহতের পরিবারের পক্ষে সঠিক তথ্য উদঘাটন ও উপযুক্ত বিচারের দাবীতে মুহিনের বোন আয়শা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে জেলা নির্বাহী ম্যাজিস্টস্ট আদলতের নির্দেশে ময়না তদন্তে সঠিক তথ্য উদঘাটন করার জন্য ওই স্কুল ছাত্রের লাশ কবর থেকে উত্তোলন করেন।

আরো পড়ুন