দেশের ডাকে ফিরে যাচ্ছেন কু’মিল্লার অ’ধিনায়ক

ডেস্ক রিপোর্টঃ বিপিএল মাঝপথে রেখে দেশে ফিরে যেতে হবে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারকে। কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা, ওপেনার ভানুকা রাজাপাকশে ও খুলনা টাইগার্সের লেগস্পিনিং-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙা চট্টগ্রাম পর্ব শেষ করেই ধরবেন দেশের বিমান।

ভারত সফরের জন্য টি-টুয়েন্টি দলের ক্যাম্পে তিন ক্রিকেটারকে ডেকেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ২৫ ডিসেম্বর কুমিল্লা দলের সঙ্গেই ঢাকা পৌঁছে কানেকটিং ফ্লাইট ধরে তারা ফিরবেন দেশে।

শ্রীলঙ্কান ক্রিকেটারদের বিকল্প এখানো ঠিক করেনি দল দুটি। কুমিল্লা ও খুলনার ম্যানেজার জানিয়েছেন তাদের জায়গায় কাদের নিয়ে আসা হবে টিম ম্যানেজমেন্ট সে আলাপ-আলোচনা করছে, এখনো চূড়ান্ত হয়নি।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হবে ২৪ ডিসেম্বর। কুমিল্লা ও খুলনা এ ভেন্যুতে খেলবে আরও তিনটি করে ম্যাচ। এপর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে কুমিল্লা। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে খুলনা।

বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন শানাকা। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় (৩১ বলে ৭৫*) তুলে দলকে জেতান অধিনায়ক।

ওপেনার রাজপাকশেও রান করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। বুধবার চট্টগ্রামে সবশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ১৫ বলে করেছেন ৩২। আরেক লঙ্কান হাসারাঙা খুলনার হয়ে এখানো ম্যাচ খেলেননি।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দলে ছিলেন বিপিএল খেলতে আসা এ তিন ক্রিকেটার। ভারত সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি লঙ্কানরা। দুদলের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ৫ জানুয়ারি, গৌহাটিতে।

আরো পড়ুন