নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদরাসা গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদরাসা গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসা গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার নাজির আহামেদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মৌলভী মফিজুর রহমান, দাতা সদস্য আ ন ম দেলোয়ার হোসাইন ভূঁইয়া, বিদ্যোৎসাহী সদস্য ইসলামী বিশ্ববিদ্যায় মোঃ জাকির হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মাদরাসা অধিদপ্তর মাষ্টার রুহুল আমিন, বিদ্যোৎসাহী সদস্য মাদরাসা বোর্ড জসিম উদ্দিন মজুমদার, অভিভাবক সদস্য এ কে এম মজিবুল্লাহ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম মেম্বার, শিক্ষক প্রতিনিধি আবদুল্লাহ আল নূর, কলিম উল্লাহ, আবুল কাশেম, মাদরাসার অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব হুজ্জাতুল ইসলামসহ আরো অনেকে।

সভার শুরুতে নব নির্বাচিত গভর্নিং বডির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মাদারাসা গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় লাকসাম মনোহরগঞ্জের উন্নয়নের রুপকার মোঃ তাজুল ইসলাম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার নাজির আহামেদ চৌধুরী।

আরো পড়ুন