প্রথম ম্যাচে রিজওয়ান-শাহিন আফ্রিদির কেউ থাকছেন না কুমিল্লা একাদশে

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারও কাগজে কলমে দারুণ সমৃদ্ধ। দেশি আর বিদেশির মিশেলটাও বেশ। ব্যাটিং ও বোলিং বেশ ব্যালান্সড।

সময়ের অন্যতম সফল ব্যাটার লিটন দাস, দেশ বরেণ্য পেসার মোস্তাফিজ, সফল অধিনায়ক (দু’বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক) ইমরুল কায়েস আর কার্যকর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত তো রয়েছেনই।

সঙ্গে পাকিস্তানের অন্যতম সেরা ও সফল টি-টোয়েন্টি স্পেশালিস্ট মোহাম্মদ রিজওয়ান, এক নম্বর স্ট্রাইকবোলার শাহিন শাহ আফ্রিদি, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি, আফগানদের এখনকার শীর্ষ পেসার ফাজল হক ফারুকি, ওয়েস্ট ইন্ডিয়ান টপ অর্ডার ব্রেন্ডন কিং আর পাকিস্তানি মিডল অর্ডার খুশদিল শাহ প্রমুখ ভিনদেশি রয়েছে এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লাইন আপে।

এর সঙ্গে পাকিস্তানের শাদাব খানের অন্তর্ভুক্তির সম্ভাবনাও প্রচুর; কিন্তু এবারের বিপিএলের শুরুর দিকে এসব নামী এবং অতি কার্যকর বিদেশি পারফরমারের কাউকেই বেশি সময়েয় জন্য পাবে না কুমিল্লা। পেলেও বেশিরভাগই একদিন আগে এসে ১/২ ম্যাচ খেলে আবার চলে যাবেন।

আজ রোববার কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য দিয়ে বলেন, ‘এ বছর আমি জানি না অন্য সব দলের কী হবে। তবে আমাদের জন্য একটু কঠিন। ভালো খেলোয়াড় পাওয়া অনেক কঠিন। আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের অনেক পয়সা খরচ হচ্ছে। একটা প্লেয়ার আসবে, দুই ম্যাচ খেলবে, চলে যাবে। আবার নতুন একটা প্লেয়ার আসবে। আল্টিমেটলি আমাদের বাজেটটাও অনেক বেড়ে গেছে। আর প্লেয়ার পাওয়াও যাচ্ছে না। এমন না যে প্লেয়াররা খুব এভেইলেবল। তো বিষয়টা খুব কঠিন। তবে কন্টিনিউ প্লেয়ার আসতে থাকবে। চেষ্টা করব যেন ৪ টা বিদেশী প্লেয়ার মাঠে নামাতে পারি।‘

এদিকে প্রথম দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা হচ্ছে না দুই পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ অফ্রিদির। তারা কুমিল্লার তৃতীয় ম্যাচের পর দলের সাথে যোগ দিতে পারেন, এমন তথ্য জানিয়ে কোচ সালাউদ্দীন বলেন, ‘হয়তো ৪ তারিখে কিছু বিদেশিকে পাবো। ৫ তারিখ প্রথম ম্যাচে যারা খেলবে তাদের পাবো। আল্টিমেটলি এরা যাওয়া-আসার মধ্যেই থাকবে। প্রথম ম্যাচে ব্র্যান্ডন কিং, মোহাম্মদ নবি, খুশদিল শাহ আর ফাজাল হক ফারুকি থাকতেছে। আরেক পাকিস্তানি আমির জামালও দলে যোগ দিবে।’

‘শাহিন শাহ ও রিজওয়ান হয়তো তিন ম্যাচ পর থেকে আসা শুরু করবে। পাকিস্তানের যেহেতু নিউজিল্যান্ডের সাথে সিরিজ আছে, তারা হয়তো ওই সিরিজের পর আসা শুরু করবে।’

আরো পড়ুন