প্রবাসীর স্বর্ণালঙ্কারের ব্যাগ ফেরত দিলেন কুমিল্লার মনির

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে প্রবাসীর ব্যাগ নিয়ে আসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মনির আহমেদ নামের এক দুবাই প্রবাসী। অবশেষে রোববার (১৯ জুন) বিকেলে সেই স্বর্ণালঙ্কারের সেই ব্যাগ মূল মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মনির আহমেদ জানান, গত বৃহস্পতিবার (১৬ জুন) দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন তিনি। সঙ্গে আনা ব্যাগের জন্য স্ক্যানারের সামনে দাঁড়াতেই একইরকমের ব্যাগ নিয়ে বাড়ি ফিরেন। বাড়ি গিয়ে বুঝতে পারেন সঙ্গের ব্যাগটি তার নয়।

তিনি বলেন, ব্যাগ তল্লাশি করে বোর্ডিং কার্ড এবং স্বর্ণ কেনার রশিদ থেকে স্বর্ণ কেনার দোকানে ফোন করে মূল মালিক চট্টগ্রামের রাউজান উপজেলার শমসেরনগর গ্রামের আরেক দুবাই প্রবাসী মো. ওয়াসিমকে খুঁজে বের করি এবং কুমিল্লায় আসতে বলি।

রোববার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে সেই ব্যাগ মূল মালিক মো. ওয়াসিমকে হস্তান্তর করা হয়।

ব্যাগ পেয়ে আনন্দিত ওয়াসিম ধন্যবাদ দিয়ে বলেন, এতো ভালো মানুষ পৃথিবীতে আছে জানতাম না। মনির ভাই ব্যাগ পেয়ে তিন দিন ধরে আমাকে খুঁজেছেন। আজ আমার জন্য চার ঘণ্টা অপেক্ষা করেছেন। আমি চট্টগ্রাম থেকে কুমিল্লায় গিয়ে দেখি মনির ভাই ব্যাগ নিয়ে বসে আছেন। আমি ব্যাগ হাতে নিয়ে দেখি স্বর্ণালঙ্কারসহ সব কিছু ঠিক ঠাক আছে।

আরো পড়ুন