বাড়লো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশনের মেয়াদ

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি)শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রথম সমাবর্তন ২০২০ এর রেজিস্ট্রেশনের সময় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা আছে ‘আগামী ৭ ডিসেম্বর ২০১৯ খ্রি: তারিখ পর্যন্ত (দিন-রাত যেকোন সময়, এমনকি বন্ধের দিনও)সমার্তনের রেজিস্ট্রেশন করা যাবে।

উল্লেখ্য যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হতে যাওয়া সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) থেকে ৮ম ব্যাচ (২০১৩-১৪) পর্যন্ত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। একইভাবে স্নাতকোত্তর পর্যায়ে ১ম ব্যাচ থেকে ৬ষ্ঠ ব্যাচ (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন। স্নাতক পর্যায়ের ৩৫৫০ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ২০৫২ জন শিক্ষার্থী সুযোগ পাচ্ছেন কালো গাউন ও টুপি পরিধান করার।

আরো পড়ুন