বার্ড পরিদর্শনে এমপি বাহার

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা পরিদর্শন করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহা-পরিচালক মউদুদউর রশিদ সফদারের আমন্ত্রনে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা ও বার্ডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এসময় বার্ডের পাঠাগারে সংরক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষর সম্বলিত সংবিধানটি পড়ে দেখেন তিনি, বার্ডে প্রবেশ করে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুারালে ফুলদিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরিদর্শন শেষে বার্ডের মহাপরিচালক ও কর্মকর্তাদের নিয়ে চা-চক্রে মিলিত হন। সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে মহা-পরিচালক মউদুদউর রশিদ সফদার সম্মাননা স্বারক উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এর কন্যা তাহসিন বাহার সুচনা। বার্ডের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক প্রশাসন ড. কামাল আহসান, মোঃ মিজানুর রহমান, যুগ্ম পরিচালক রঞ্জন কুমার গুহ, শেখ মাসুদুর রহমান ও উপ-পরিচালক কাজী সোনিয়া রহমান।

বাংলাদেশ পল্লী উন্নযন একাডেমী বা বার্ড, বাংলাদেশের পল্লী উন্নযন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি স্বাযত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি পল্লী উন্নযনের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নযন তথা পল্লীর দারিদ্র্য বিমোচনে নিরলস সহাযতা করে যাচ্ছে। বার্ড ১৯৫৯ সালের ২৭শে মে তৎকালীন সরকার কর্তৃক প্রবর্তিত বিএইড প্রকল্প বাস্ত বায়নের সাথে সম্পৃক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গ্রামের অবহেলিত জন মানুষের সমস্যাসহ গ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা দেওযার লক্ষ্যে গ্রাম উন্নয়ন একাডেমী নামে প্রতিষ্ঠিত হয। সে সময একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন প্রখ্যাত পল্লী উন্নযন গবেষক, দার্শনিক ও সমাজসেবক ড. আখতার হামিদ খান। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর এ প্রতিষ্ঠানটি বর্তমান নামে নামান্তারিত হয।

আরো পড়ুন