বিপিএল থেকে পিএসএল অনেক এগিয়ে: নাজাম শেঠি

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট এবং উত্তেজনা পূর্ণ ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু দ্বিতীয় স্থানটি নিয়ে অনেক টুর্নামেন্টের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকেই দাবি করেন আইপিএল এর পরেই বিপিএলের অবস্থান।

তবে বিপিএলের থেকে পিএসএল ভালো এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠি। গত শুক্রবার ২০ জানুয়ারি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের সূচি প্রকাশ করার অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“আমাদের সঙ্গে প্রতিযোগিতা করে পারবে না বলেই বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত তাদের লিগগুলো আগেই শুরু করে দিয়েছে। এতে বোঝা যায় পিএসএল তাদের থেকে এগিয়ে, তাদের থেকে ভালো।”

পিসিবি প্রধান আরও বলেন, “আমরা আগের চেয়ে পিএসএলকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করছি। বিশ্বের প্রথম সারির খেলোয়াড়দের প্রথম পছন্দের জায়গা তৈরি করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আশা করি সে যাত্রায় আমরা সফল হতে পারব।”

আরো পড়ুন