বুড়িচংয়ের আবিদপুরে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক সভা

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের উদ্যোগে আবিদপুর স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল সোমবার বিকেলে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে জনগণকেই এগিয়ে আসতে হবে। উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সীর সভাপতিত্বে স্থানীয় আবিদপুর স্কুল এন্ড কলেজ মাঠে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশেষ অতিথি ছিলেন, বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ আব্দুল আল মামুন, মোকাম ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন কামাল, আ’লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মোঃ গিয়ান উদ্দিন ভূইয়া, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপ-পরিদর্শক কামাল হোসেন, রুহুল আমিন,মাওলানা মামুনুর রশিদ, আবিদপুর বাজার কমিটির সাধারন সম্পাদক ডাঃ মনিরুল ইসলাম, মোঃ লিটন, মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আবু আহম্মেদ ছাড়াও বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ সামসুল আলম ও সাংবাদিক মো.জাকির হোসেন ।

আরো পড়ুন