বুড়িচংয়ে কাবিলায় হোন্ডা-ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কাবিলা গ্রামের যুব সমাজের উদ্যোগে হোন্ডা-ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা কাবিলা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আকবর আলী।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মোকাম ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল সালাম এবং খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ধারা বিবরণী পেশ করেন চট্রগ্রাম বিভাগের ধারা ভাষ্যকার মোঃ সামছুল হক সানি, আর্ট কামাল হোসেন।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোঃ জয়নাল আবেদীন, পরিচালন ফাইন টাওয়ার গোলাম সারওয়ার, পরিচালক খোরশেদ আলম ফিলিং ষ্টেশন এর মোঃ খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল ওয়াহেদ সুয়া মিয়া মেম্বার, সমাজ সেবক মোঃ কামাল হোসেন, মোকাম ইউপি আওয়ামীলীগ নেতা মোঃ মজিবুর রহমান, সাবেক জিএস. কুমিল্লা সরকারী কলেজ, এ.কে.এম মাহাবুবুল আলম বুলবুল, সমাজ সেবক আমিনুল ইসলাম ভূইঁয়া রুবেল, অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম, মোঃ লোকমান হোসেন মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক পাপ্পু, কমিটির উপদেষ্টা নাজমুল হাসান ভূঁইয়া লিটন, স্পেন প্রবাসী আওয়ামীলীগের সেক্রেটারী খোরশেদ আলম বাদল, সংগঠন এর সদস্য যথাক্রমে মোঃ শওকত আলী, রফিকুল ইসলাম দুলাল, আব্দুল হক (সাবেক ফুটবলার), মিজানুর রহমান ভূঁইয়া।

খেলার সার্বিক দায়িত্বে ও তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্র নেতা যথাক্রমে মোঃ ইউনুস আহমেদ, মোঃ এমরান হাসান, মোঃ আব্দুল মোবিন, মোঃ আব্দুল মতিন, আব্দু মিয়া, মোঃ রুহুল আমিন, মোঃ গোলাম মোস্তফা, মবিন মাষ্টার, জাহাঙ্গীর আলম, আব্দুল বারেক।

উপজেলার ময়নামতি ইউনিয়নের চাঁনগাছা গ্রামের ফুটবল একাদশ ও ক্যান্টনমেন্ট ফুটবল একাদশ খেলায় অংশ গ্রহণ করে। খেলায় উভয় দল নাইজেরিয়ান (বিদেশী) খেলোয়ারদের দিয়ে খেলায় অংশ গ্রহণ করান এবং বিদেশী খেলোয়ারা এলাকার হাজার হাজার দর্শকদেরকে মুগ্ধ করে।
চাঁনগাছা ফুটবল একাদশ ক্যান্টনমেন্ট ফুটবল একাদশকে ট্রাইবেকারে মাধ্যমে ৪-৫ গোলে পরাজিত করে চাঁনগাছা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হন।

খেলা শেষে প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আকবর আলী উভয় দলের খেলোয়ারদের মাঝে হোন্ডা-ফ্রিজ পুরস্কার হিসেবে বিতরণ করেন।

আরো পড়ুন