বুড়িচংয়ে গোমতীর মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

মো.জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার শ্রীপুর এলাকায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এসময় একটি ট্রাক্টর অকেজো করাসহ মাটি কাটা সিন্ডিকেট প্রধান হান্নান (পলাতক) ও দু’ট্রাক চালককে ভ্রাম্যমান আদালত ২ লাখ টাকা জরিমানা করেছে।

জানা যায়, জেলার প্রধান নদী গোমতীর বুড়িচং অংশের শ্রীপুর এলাকায় দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী গাজীপুর এলাকার হান্নানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিল। বিষয়টি অবহিত হয়ে গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তারের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখানে থাকা মাটি পরিবহনের একটি ট্রাক্টরকে অকেজো করাসহ সাইফুল ইসলাম ও ইমরান নামের দু’ট্রাক চালককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত মাটিকাটা সিন্ডিকেট প্রধান হান্নান (পলাতক)সহ দু’ট্রাক চালককে দু’লাখ টাকা জরিমানা করে।

আরো পড়ুন